The English Academy Blog

Behind the success stories

Mila University: ঘরে বসেই আন্তর্জাতিক ডিগ্রি অর্জন



🎓 মালয়েশিয়ায় ঘরে বসেই ডিগ্রি!

Thakrim Rahman-এর সঙ্গে জানুন Mila University-র গল্প

বিদেশে পড়াশোনা মানেই বড় স্বপ্ন, বড় খরচ আর হাজারো প্রশ্ন।
কিন্তু যদি বলা হয়, আপনি নিজের ঘরে বসেই মালয়েশিয়ার স্বীকৃত বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি অর্জন করতে পারেন — তাও আবার ৫০% স্কলারশিপ পেয়ে!
শুনতে স্বপ্নের মতো লাগছে, তাই তো? এই স্বপ্নকে বাস্তব রূপ দিতেই আছে Mila University, আর তাদের পক্ষে কথা বলেছেন Thakrim Rahman, যিনি Mila University-র International Student Enrolment Officer

Thakrim Rahman এমন একজন মানুষ, যিনি নিজের অভিজ্ঞতা আর আন্তরিকতায় বারবার প্রমাণ করেছেন — চাইলে সবই সম্ভব।
তাঁর কথায় জানা গেল, একসময়ের পরিচিত Manipal University-ই আজকের Mila University।
মালয়েশিয়ার নিলাই শহরে অবস্থিত এই বিশ্ববিদ্যালয়, যা রাজধানী কুয়ালালামপুর থেকে মাত্র ৪৫ মিনিটের পথ।
দূরত্বটা শুনতে যত বড় মনে হয়, বাস্তবে ঠিক ততটাই সহজ আর সুবিধাজনক।

কিন্তু Mila University-কে আলাদা করেছে তাদের ODL (Open & Distance Learning) প্রোগ্রাম।
এর মানে — ঘরে বসে অনলাইনে বিশ্বমানের ডিগ্রি অর্জনের সুযোগ।
Thakrim Rahman সহজ কথায় বললেন,
“সবচেয়ে ভালো দিক হলো, অনলাইন আর অফলাইন প্রোগ্রামের মধ্যে কোনো পার্থক্য নেই। একই সার্টিফিকেট, একই স্বীকৃতি — শুধু ক্লাসরুমের বদলে নিজের ঘরই আপনার ক্লাসরুম।”

এখানে সব ক্লাসই রেকর্ড করা থাকে।
ফলে সময়মতো ক্লাস মিস হলেও কোনো সমস্যা নেই — যখন ইচ্ছা, যেখানে খুশি, তখনই পড়া শেষ করা যায়।
পড়াশোনার এই স্বাধীনতা সবচেয়ে বেশি কাজে আসে যারা চাকরিজীবী, উদ্যোক্তা বা পরিবারের দায়িত্ব সামলাচ্ছেন তাদের জন্য।

আরেকটা বড় সুখবর — Mila University আর SDI একসাথে বাংলাদেশের শিক্ষার্থীদের জন্য দিচ্ছে ৫০% স্কলারশিপ
Thakrim Rahman স্পষ্ট করে জানালেন,
“বিশ্বজুড়ে টিউশন ফি দিন দিন বাড়ছে। অথচ এই স্কলারশিপ বাংলাদেশের শিক্ষার্থীদের জন্য এক বিশাল সুবিধা।”

অনেকে ভাবেন, পড়াশোনায় বড় গ্যাপ থাকলে আর বিদেশে সুযোগ মেলে না।
Mila University সেই ভুল ধারণাটাকেই বদলে দিয়েছে।
HSC শেষ করে যদি কয়েক বছর কাজ করেছেন বা সংসার সামলিয়েছেন — তাতেও কোনো সমস্যা নেই।
বয়স ৩৫-এর মধ্যে হলে ব্যাচেলর প্রোগ্রামে সহজেই ভর্তি হওয়া যায়।
আর মাস্টার্স বা DBA করতে চাইলে বয়সের কোনো বাধাই নেই।

সবচেয়ে আনন্দের বিষয় — পড়াশোনা শেষ হলে শিক্ষার্থীরা সরাসরি মালয়েশিয়ায় গিয়ে কনভোকেশন অনুষ্ঠানে অংশ নিতে পারবেন।
ঘরে বসে পড়া আর বিদেশে গিয়ে হাতে সার্টিফিকেট নেওয়ার স্বপ্ন — Mila University সেটাকেই বাস্তবে রূপ দিয়েছে।

আবেদনের প্রক্রিয়াটাও একদম সহজ — পাসপোর্ট, ছবি আর একাডেমিক ডকুমেন্ট থাকলেই যথেষ্ট।
কোনো স্টুডেন্ট ভিসা লাগবে না — শুধু Education Malaysia Global Services (EMGS)-এর মাধ্যমে ডকুমেন্ট ভেরিফাই হবে।
পুরো প্রক্রিয়া শেষ হতে সময় লাগে মাত্র দুই সপ্তাহ।
শুরুতে ছোট একটি ফি দিয়ে বাকি টিউশন ফি জমা দিলেই শুরু হবে আপনার স্বপ্নপথের যাত্রা।

আর এই পুরো যাত্রায় SDI শিক্ষার্থীদের পাশে থাকে।
স্কলারশিপ নিশ্চিত করা থেকে শুরু করে কাগজপত্র ঠিক রাখা — সবই SDI করে দেয়।
Thakrim Rahman-এর কথায়,
“SDI বহু বছর ধরেই বাংলাদেশের শিক্ষার্থীদের পাশে আছে। তাই নিশ্চিন্তে ওদের মাধ্যমেই আবেদন করুন — আর নিশ্চিন্তে স্বপ্নপূরণের পথে এগিয়ে যান।”

বিদেশে পড়ার ইচ্ছেটাকে আর দমিয়ে রাখবেন না।
Mila University আর SDI একসাথে এমন এক সুযোগ তৈরি করেছে — যা সত্যিই আপনাকে এক ধাপ এগিয়ে রাখবে।

তুমি কি আত্মবিশ্বাসের সাথে ইংরেজি বলতে চাও?

তাহলে আজই যোগাযোগ করো