The English Academy Blog

Behind the success stories

মালয়েশিয়ায় পড়াশোনার স্বপ্ন পূরণ, SEGi বিশ্ববিদ্যালয়ের সাথে


🎓 মালয়েশিয়ায় উচ্চশিক্ষার নতুন ঠিকানা — SEGi University 📚

আপনার স্বপ্নের গন্তব্য হতে পারে মালয়েশিয়া! আর সেই স্বপ্নের অন্যতম সেরা নাম — SEGi University
প্রতিদিন অসংখ্য শিক্ষার্থী নতুন দেশ, নতুন শহর, নতুন জীবন গড়ার স্বপ্ন দেখে। কিন্তু যখন গন্তব্য বেছে নেওয়ার প্রশ্ন আসে, তখনই দেখা দেয় হাজারো প্রশ্ন — কোন দেশে যাবো? কোথায় নিরাপদ? খরচ কত হবে? চাকরি হবে তো?
এইসব প্রশ্নের সহজ সমাধানই হতে পারে SEGi University — মালয়েশিয়ার একটি অন্যতম স্বীকৃত বিশ্ববিদ্যালয়, যেখানে বাংলাদেশের বহু শিক্ষার্থী আজ নিশ্চিন্তে তাদের ভবিষ্যৎ গড়ছে।
সম্প্রতি আমাদের পডকাস্টে Ms. Shantanu Sivanantham, Senior Executive at SEGi University, সরাসরি জানিয়েছেন কেন SEGi এখন বাংলাদেশের শিক্ষার্থীদের কাছে আস্থার আরেক নাম হয়ে উঠেছে।
তিনি জানিয়েছেন, SEGi University বিশেষভাবে পরিচিত তাদের ইঞ্জিনিয়ারিং, আইটি, বিজনেস, হসপিটালিটি, সাইকোলজি, MBA, এমনকি PhD প্রোগ্রাম এর জন্য। আর সবচেয়ে বড় কথা, SEGi-এর ক্যাম্পাসের পরিবেশ বাংলাদেশের শিক্ষার্থীদের জন্য একেবারেই মানানসই — শিক্ষার্থীরা খুব সহজে নতুন পরিবেশে মানিয়ে নিতে পারে।
সবচেয়ে স্বস্তির খবর হলো, SEGi-এর সব প্রোগ্রামই আন্তর্জাতিকভাবে স্বীকৃত। এখানকার ডিগ্রি UK, USA, ইউরোপসহ বিশ্বের যেকোনো দেশে সমানভাবে স্বীকৃত। Ms. Shantanu আরো জানালেন, UNESCO মালয়েশিয়াকে বিশ্বের সেরা ১০টি স্টাডি ডেস্টিনেশনের একটি হিসেবে ঘোষণা করেছে — যা শিক্ষার্থীদের জন্য বড় এক প্লাস পয়েন্ট।
বিদেশে গিয়ে পড়াশোনা মানেই অনেকের মাথায় আসে বাড়তি খরচের কথা। কিন্তু SEGi University সেই দুশ্চিন্তা অনেকটাই কমিয়ে দেয়। UK, USA বা ইউরোপের তুলনায় মালয়েশিয়ায় পড়াশোনার খরচ প্রায় ৫০% কম। আর এখানে ২০% থেকে ৫০% পর্যন্ত স্কলারশিপের সুযোগ থাকে — এমনকি জাতীয় বা স্টেট লেভেলের স্পোর্টস সার্টিফিকেট থাকলে ১০০% পর্যন্ত স্কলারশিপ-ও মিলতে পারে!
শুধু পড়াশোনা নয় — থাকা-খাওয়ার ব্যয়ও খুবই সাশ্রয়ী। নিরাপদ হোস্টেল, ২৪ ঘণ্টা ওয়ার্ডেন, ছেলে-মেয়েদের জন্য আলাদা থাকার ব্যবস্থা, হোস্টেলের মধ্যে রান্নার সুযোগ, ক্যাম্পাসের আশেপাশে রেস্টুরেন্ট — সবই আছে। Ms. Shantanu জানালেন, শিক্ষার্থীরা চাইলে হোস্টেলে থাকতে পারে, আবার বাইরে সাশ্রয়ী বাসাও নিতে পারে। আর ক্যাম্পাসের চারপাশে প্রায় সবই হেঁটে যাওয়ার মতো কাছাকাছি — ফলে আলাদা ট্রান্সপোর্ট খরচও নেই। দরকার হলে MRT বা LRT-তে ছাত্র ID কার্ড দিয়ে ৫০% ছাড়ে যাতায়াত করা সম্ভব!
অনেক শিক্ষার্থী এখন বিদেশ না গিয়ে অনলাইনে গুণগতমানের ডিগ্রির দিকেও ঝুঁকছে — SEGi University সেই চাহিদার কথা মাথায় রেখে অনলাইন প্রোগ্রামের সুবিধা রেখেছে। বিজনেস, হসপিটালিটি, সাইকোলজি, MBA, এমনকি PhD পর্যন্ত অনলাইনে করা যায়। আর মজার বিষয় — এই সার্টিফিকেটে ‘অনলাইন’ শব্দটি উল্লেখ থাকে না — অর্থাৎ অনলাইন আর অফলাইনের সার্টিফিকেট একেবারেই একই রকম!
Ms. Shantanu আরো জানালেন SEGi University এর ডিগ্রি ট্রান্সফার প্রোগ্রামের কথা। চাইলে শিক্ষার্থীরা ২ বছর SEGi-তে পড়ে বাকি ১ বা ২ বছর UK বা অস্ট্রেলিয়ার পার্টনার বিশ্ববিদ্যালয়ে শেষ করতে পারে। University of Central Lancashire UK এবং University of Greenwich এর সাথে SEGi-এর সরাসরি পার্টনারশিপ আছে — ফলে একই ডিগ্রিতে দুই দেশের স্বীকৃতি পাওয়া যায়!
একটি নতুন দেশে পা রাখা মানেই নতুন এক যাত্রা — আর সেই যাত্রায় SEGi University সবসময় শিক্ষার্থীদের পাশে থাকে। ভিসা প্রসেসিং, এয়ারপোর্ট থেকে পিকআপ, মেডিকেল চেকআপ, ক্লাস রেজিস্ট্রেশন — সবকিছুতেই SEGi-এর দায়িত্বপূর্ণ টিম শিক্ষার্থীদের পরিবারের মতো দেখাশোনা করে। তাই অভিভাবকরাও থাকেন একদম নিশ্চিন্তে।
সবশেষে Ms. Shantanu Sivanantham এর কথায়ই স্পষ্ট — SEGi University শুধু একটি বিশ্ববিদ্যালয় নয়, এটি শিক্ষার্থীদের স্বপ্ন পূরণের এক নির্ভরতার ঠিকানা — যেখানে নতুন দেশ, নতুন শিক্ষা আর নিরাপত্তা একসাথে মিলে যায়।

তুমি কি আত্মবিশ্বাসের সাথে ইংরেজি বলতে চাও?

তাহলে আজই যোগাযোগ করো